এই ব্লগটি সন্ধান করুন


বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০০৯

পঁচিশে বৈশাখ - রূপক চক্রবর্তী

তখন আমি বাবার পাশেই ঘুমিয়েছিলাম
আমাকে কেউ ডাকেনি।
তখন খুব জ্বর বাবার।
মাথায় জলের ধারা দিতে দিতে মা গাইছিল,
একা মোর গানের তরী...
মা কী করে জানতো! আমি তো তখন ছোট
আমি তো তখন ঘুমে।
দুপুরেই বাবা পাশ ফিরতে ফিরতে চলে গেল,
শুধু ঠোঁট নেড়ে বলেছিল, আগুনের পরশমণি..
আমার বাবা কে জি বি ছিল
আমার বাবা সি পি আই ছিল
ঘাটকাজের পর গীতবিতানের প্রথম খন্ডে উপুড় হয়ে পড়ি
৯৪ পৃষ্ঠায় ২১২ নম্বর গানটা নেই।

উঠোনে তখন অনেক লোক থৈ থৈ করছে লোক ঘরে-বারান্দায়।
যাত্রা শুরুর মুহূর্তে শিশিরজেঠু বলেছিল, হরিধ্বনি দিও না কেউ।
তবে কি মা।
মা তখন ওই ৯৪ পৃষ্ঠার ২১২ নম্বর গানটা আগুনের পরশমণি বাবার ঠান্ডা হাতের মধ্যে
রেখে দিতে দিতে বলেছিলো, আমার তো কোনও ঠাকুর নেই
তুমি ওকে দেখো রবিঠাকুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন